এখন ঘরে বসেই ঠিক করুন কোথায় খাবেন, কী খাবেন!!


ইটিংশপ.কম
এমন এক সাইট যেখানে ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থিত খাওয়ার দোকানসমূহের বিস্তারিত ঠিকানা, ফোন নাম্বার, রেস্তোরার ফুল Menu, Payment Method, Atmosphere, Parking Arangement সম্পর্কে তথ্য পাওয়া যাবে।

সাইটটির সার্চ বক্স ফিচারটি দারুন লেগেছে। কিওয়ার্ড, ক্যাটাগরি বেসড তো আছেই পাশাপাশি এলাকাভিত্তিক (Dhanmondi, Banani, Gulshan, Lalmamita etc) সার্চও করা যায় ইচ্ছে হলে এখনই ঘুরে আসতে পারেন চমৎকার এই সাইটটি থেকে আর এই মুহূর্তে না লাগলে বুকমার্ক করে রাখুন, কাজে লাগবে

কীবোর্ডের কয়েকটি কী চেপেই ফেসবুকে আনুন লেন্স ফ্লেয়ার ইফেক্ট

ফেসবুক অন্যান্য সোশাল নেটওরার্কিংসাইটগুলোর মত কাস্টোমাইজেবল না। প্রতিদিন একই প্রোফাইল দেখতে দেখতে একঘেয়ে লাগে। ফেসবুকে বৈচিত্র খুঁজতে গিয়ে মিনিট দশেক গুগলিং করে পেয়ে গেলাম ফেসবুকের ইস্টার এগ কোনামি কোড দিয়ে প্রোফাইলে লেন্সফ্লেয়ার ইফেক্ট আনার মজাদার টিপসটি। নিচে আমার ফেসবুকের স্ক্রীনসট দিলাম-














ভাবছেন খুব কঠিন কিছু? এক্কেবারে সেজা! ফেসবুক আপনার প্রোফাইলে লগ ইন করুন। তারপর কার্সর কী আর ক্যারেক্টার কীগুলো চাপুন নিচে যেভাবে লেখা আছে হুবহু (কমা ছাড়া)।
UP, Up, Down, Down, Left, Right, Left, Right, B, A, Enter


ব্যাস কাজ শেষ। এইবার মাউস দিয়ে স্ক্রল করুন আর মজা নিন লেন্স ফ্লেয়ার ইফেক্ট এর। স্ক্রল ছাড়া শুধু প্রোফাইলের খালি জায়গায় ক্লীক করলে ও ইফেক্ট পাবেন। আমি ব্রাউজার হিসেবে ফায়ারফক্স ইউজ করেছি। আশা করি অন্যান্য ব্রাউজারগুলোতেও কাজ করবে ।

কম্পিঊটার ইন বাংলা -- কী? কেন?

আজ থেকে যাত্রা শুরু হল কম্পিঊটার ইন বাংলা 'র। এখন প্রশ্ন হল এমন ব্লগতো অনেক আছে, তাহলে এই ব্লগের দরকারটা কী??

দুঃখজনকভাবে অধিকাংশ বাংলা ব্লগই ইংরেজি ব্লগগুলো থেকে অনুবাদ/কপি-পেস্ট নির্ভর, যেখানে ব্লগারের লেখাগুলোতে নিজস্ব মতামত, ভালো লাগা, মন্দ লাগা বলে তেমন কিছু থাকেনা। এই আজেবাজে সাইটগুলোর জন্য ভালো ব্লগগুলো খুজে পাওয়া অনেকটাই দুরুহ হয়ে পড়ে। হাস্যকরভাবে এইসব চোরা ব্লগাররা নিজেদেরকে বিরাট বড় তালেবর, টেকি গীক, বস পাবলিক দাবি করে।
কম্পিঊটার ইন বাংলা ব্লগটি শুরু করার মূল কারন এমনি 'খালি কলসি বাজে বেশি ব্লগগুলো'!!

ব্লগরাজ্যে পা ফেলার সাহস পেয়েছি ব্লগার জিন্নাত উল হাসান ভাই, নাফিস ইফতেখারদেরমত লেখকদের লেখা পড়তে পড়তে। অনুপ্রেরনা যুগিয়েছে তাদের লেখা, চিন্তাধারা, হেল্প করার মানসিকতা। 'ঘরের খেয়ে বনের মেষ তাড়ানো'র চেষ্টায় নিয়োজিত এইসব বড় মনের ব্লগারদের মত সিকি ভাগ যোগ্য হতে পারলে নিজেকে ধন্য মনে করব। লিখব কম্পিউটার এর বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স, সফটওয়্যার রিভিউ, কম্পিউটার দুনিয়ার নতুন নতুন সব খবরাখবর। চেষ্টা করব আপনাদের সবার কাজে লাগবে এমন বিষয়গুলো নিয়ে লিখতে। যতটা সহজভাবে লেখা সম্ভব, ঠিক ততটা সহজভাবে লেখার চেষ্টা সবসময় থাকবে।

কম্পিঊটার ইন বাংলা-তে যোগ্যতার অভাব থাকতে পারে, তবে আন্তরিকতার কোন অভাব থাকবেনা এই প্রতিশ্রুতি দিচ্ছি। সবাই ভালো থাকেন। হ্যাপি ব্লগিং!

AddThis

Bookmark and Share